রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

আল্লাহর ওয়াস্তে

ঝোঁকের মাথায় কাজ করি আর

ঝোঁকের মাথায় চলি

অত্তো কিছু ভাবনায় নাই

নিজের কথাই বলি।

 

ফাইল নড়ে না নিয়মমাফিক

ব্যাহত তার গতি

কর্তারা কেউ রাস্তাঘাটে

করছে স্বীকার নতি।

 

চলছে সবাই আল্লাহর ওয়াস্তে

চলছে প্রশাসনও

আল্লাহর ওয়াস্তে আমি চলি

চলছে আমার মনও।

পূর্ববর্তী নিবন্ধসলিমপুর সিডিএ এ-ব্লক ১ নম্বর রোড উন্নয়ন কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশিল্পী মুহাম্মদ মনসুর কাজীর চিত্রভাষা:বিমূর্ততার ভেতর দিয়ে আত্মঅন্বেষণ