আল্লাহর ওয়াস্তে
ঝোঁকের মাথায় কাজ করি আর
ঝোঁকের মাথায় চলি
অত্তো কিছু ভাবনায় নাই
নিজের কথাই বলি।
ফাইল নড়ে না নিয়মমাফিক
ব্যাহত তার গতি
কর্তারা কেউ রাস্তাঘাটে
করছে স্বীকার নতি।
চলছে সবাই আল্লাহর ওয়াস্তে
চলছে প্রশাসনও
আল্লাহর ওয়াস্তে আমি চলি
চলছে আমার মনও।