লক্ষ্য
পরের কথা কী বল্বো
নিজের ঘরেই দাম নেই,
একটু এদিক ওদিক হলেই
থু’ ছুঁড়ে দেয় সামনেই।
উজাড় করে সব ঢেলে দাও
কিন্তু কোনো নাম নেই,
ঘাট পেরুলেই ‘ঘাইট্টা শালা’
কোথাও ডান বাম নেই।
সত্যি কথা, বাংলাদেশে
অদক্ষরাই দক্ষ আজ
ক্ষমতার ওই চেয়ার পাওয়াই
কারো কারো লক্ষ্য আজ।