ভেতরে বাইরে
চাপে পড়ে কেউ রূপ পাল্টায়
কেউ পাল্টায় স্বেচ্ছায়
এমন অনেক কাহিনি রয়েছে
দাদি ও নানির কেচ্ছায়।
বাইরের কথা সকলেই জানে
ভেতরের কথা জানে কে
নীতিকথা শুধু শুনে শুনে যাই
চলায় বলায় মানে কে।
বিপদে পড়লে ছুটে আসে কেউ?
তামাশাই দেখে অনেকে
সকলেই জানে সুবিধা কে নেয়
‘বলির পাঠা’ও বনে কে।