রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ভেতরে বাইরে

চাপে পড়ে কেউ রূপ পাল্টায়

কেউ পাল্টায় স্বেচ্ছায়

এমন অনেক কাহিনি রয়েছে

দাদি ও নানির কেচ্ছায়।

বাইরের কথা সকলেই জানে

ভেতরের কথা জানে কে

নীতিকথা শুধু শুনে শুনে যাই

চলায় বলায় মানে কে।

বিপদে পড়লে ছুটে আসে কেউ?

তামাশাই দেখে অনেকে

সকলেই জানে সুবিধা কে নেয়

বলির পাঠা’ও বনে কে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধকালের সাক্ষী নয়া পল্টনের শতবর্ষী শিল্পী বাড়ি