দোষীরাই দোষী হোক
কারা আছে অনিয়মে
দুর্নীতি শীর্ষে–
কারা খায় চুপি চুপি
ক্ষমতার ক্ষীর সে’–
কার নাম দেখি আজ
প্রাথমিক তালিকায়
কারা আজ চারদিকে
সকলের গালি খায়?
আমি জানি কিছু কিছু
কিছু জানো তুমিও–
সবকিছু অবগত
এদেশের ভূমিও।
ভালো চাই সবদিকে
সরে যাক মন্দরা–
দোষীরাই দোষী হোক
বেঁচে যাক নন্দরা।