রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

দোষীরাই দোষী হোক

কারা আছে অনিয়মে

দুর্নীতি শীর্ষে

কারা খায় চুপি চুপি

ক্ষমতার ক্ষীর সে’

 

কার নাম দেখি আজ

প্রাথমিক তালিকায়

কারা আজ চারদিকে

সকলের গালি খায়?

 

আমি জানি কিছু কিছু

কিছু জানো তুমিও

সবকিছু অবগত

এদেশের ভূমিও।

 

ভালো চাই সবদিকে

সরে যাক মন্দরা

দোষীরাই দোষী হোক

বেঁচে যাক নন্দরা।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডিং কমিটির সব চেয়ারম্যানদের নিয়ে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সভা
পরবর্তী নিবন্ধএকজন ডলি আনোয়ার