টেনশনে
খুন হচ্ছে দিন দুপুরে
খুন হচ্ছে রাত্রে
এক ঘটনা দুই ঘটনা
হচ্ছে জমা পাত্রে।
সাতরে নদী পার হচ্ছে
ছোপ ছোপ ছোপ রক্ত
হতাশা আর দুর্ভাবনায়
মুষড়ে ওঠে ভক্ত।
যায় না বোঝা–কে সুস্থ
কিংবা দেহে জ্বর কার?
এই ক’দিনে টেনশনে খুব
অন্তর্বর্তী সরকার।