রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

টেনশনে

খুন হচ্ছে দিন দুপুরে

খুন হচ্ছে রাত্রে

এক ঘটনা দুই ঘটনা

হচ্ছে জমা পাত্রে।

 

সাতরে নদী পার হচ্ছে

ছোপ ছোপ ছোপ রক্ত

হতাশা আর দুর্ভাবনায়

মুষড়ে ওঠে ভক্ত।

 

যায় না বোঝাকে সুস্থ

কিংবা দেহে জ্বর কার?

এই ক’দিনে টেনশনে খুব

অন্তর্বর্তী সরকার।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে
পরবর্তী নিবন্ধমিরিঞ্জা ভ্যালীতে স্বর্গ যেনো আকাশ থেকে নেমেছে