রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

নিরাপত্তা

যে যেভাবে চলে চলুক

আপত্তি নেই কোনো

আমরা যারা আমজনতা

একটা দাবি শোনো

 

আইনশৃঙ্খলা অটুট থাকুক

জীবন হোক নির্ভয়

ভয়কে যেন চলায় বলায়

করতে পারি জয়

 

প্রত্যাশা নেই বেশি কিছু

তেমন চাওয়ার নাই

বেঁচে থাকার জন্য শুধু

নিরাপত্তা চাই।

পূর্ববর্তী নিবন্ধ‘দেশের উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা করা প্রয়োজন’
পরবর্তী নিবন্ধনূরুননাহার পালাল