ঊর্ধ্বে থাকুক দেশ
আসছে নতুন বিধিমালা
নতুন ডিসিশন
অস্থিরতায় স্বস্তি হারায়
বিষিয়ে ওঠে মন।
উচ্চতাপে উচ্চ চাপে
ঠিক থাকে না সেন্স
নানারকম সিদ্ধান্তে
কমে না ডিসটেন্স।
দ্বন্দ্ব কমুক মন্দ কমুক
যুদ্ধের হোক শেষ
যে–যেরকম মতে থাকুক
ঊর্ধ্বে থাকুক দেশ।