রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

মিলেমিশে থাকা

তুমি চলবে তোমার মতো

আমার মতো আমি

চলতে হলে চলি আবার

থামতে হলে থামি।

 

ইচ্ছেমতো তুমি বলো

ইচ্ছেমতো চলো

তুমি কেন আমার কাজে

বাধ সাধবে বলো?

 

আমার ভালো আমি বুঝি

তোমার ভালো তুমি

আমরা যদি এমন চলি

হাসবে জন্মভূমি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধসেহি্‌ঝল ইরহাম শেহরাজ এর পঞ্চম জন্মদিনে শোকগাথা