জনগণ চায় শান্তি
কারো কারো পথ সহজ সরল
কারো কারো পথ বাঁকা
নানা সংকটে ঘাত–প্রতিঘাতে
চলে না জীবন–চাকা।
কে কীভাবে চলে– কে কীভাবে বলে
থাকে না নিয়ন্ত্রণ
অস্থিরতায় দিন চলে যায়
কর্মে বসে না মন।
কেউ কেউ চায় নির্বাচন আর
কেউ কেউ সংস্কার
জনগণ চায় শান্তি এবং
মৌলিক অধিকার।