অকারণে
যখন–ই তুমি সফলতা পাবে
ধীরে ধীরে নাম বাড়বে
দেখবে তোমার ওঠার সিঁড়িটা
খুঁজে খুঁজে কেউ নাড়বে।
সুনামের সাথে কারো ইন্ধনে
দুর্নামও এসে জুটবে
ভেতরে ভেতরে সুবিধাবাদীরা
ধন–সম্পদ লুটবে।
কারো ক্ষতি তুমি করোনি তবুও
এসে যায় প্রতিপক্ষ–
হিংসা–দ্বেষের তীরের ফলায়
ক্ষত–বিক্ষত বক্ষ।