রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

উদ্বেগ

আমরা যদিও পাড়াপ্রতিবেশী

আত্মীয় পরিচিত

তবু যেন কেউ শংকিত আজ

কেউ কেউ আজ ভীত।

 

কারো কারো মনে আড়ালে গোপনে

জমে গেছে কালো মেঘ

কারো কারো মনে বিরাজ করছে

শঙ্কা ও উদ্বেগ!

 

শান্তিপায়রা উড়ে গেছে দূরে

স্বস্তিতে নেই মন

ঘাতপ্রতিঘাতে দিনে কি’বা রাতে

বিচলিত প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন
পরবর্তী নিবন্ধস্কেচ গ্যালারি নন্দনের