রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নিয়মনীতি

যেযার মতো বলছে এখন

যেযার মতো হাঁটছে

আলো এবং অন্ধকারে

সময়গুলো কাটছে।

 

দ্বন্দ্ব বাড়ছে, খুন বাড়ছে

মন্দরা কেউ টানছে

বিবেকবুদ্ধি লোপ পাচ্ছে

যুক্তিও হার মানছে।

 

যতই করি হম্বিতম্বি

যতই দেখাই শক্তি

উধাও এখন নিয়মনীতি

উধাও শ্রদ্ধা ভক্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশ
পরবর্তী নিবন্ধগুরু আজম খান