রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

মশকরা

.

কে কোন্‌ দিকে হাঁটে এখন

কার কী মতিগতি

কোথায় গেলে লাভ আসবে

কোথায় হবে ক্ষতি

যায় না দেখা সরল চোখে

যায় না বোঝা মনে

বুঝতে গেলেই আসতে থাকে

ধাক্কা ক্ষণে ক্ষণে।

 

.

ধাক্কা খেয়ে হয়তো বুঝি

চলছে কেবল বশ করা

তারচে বেশি হাসিঠাট্টায়

এগিয়ে চলে মশকরা।

পূর্ববর্তী নিবন্ধনবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধজীবনানন্দ দাশের কবিতায় বাংলার রূপ