মশকরা
১.
কে কোন্ দিকে হাঁটে এখন
কার কী মতিগতি
কোথায় গেলে লাভ আসবে
কোথায় হবে ক্ষতি
যায় না দেখা সরল চোখে
যায় না বোঝা মনে
বুঝতে গেলেই আসতে থাকে
ধাক্কা ক্ষণে ক্ষণে।
২.
ধাক্কা খেয়ে হয়তো বুঝি
চলছে কেবল বশ করা
তারচে বেশি হাসি–ঠাট্টায়
এগিয়ে চলে মশকরা।