রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

 

আমরা হলাম এমন জাতি

আমরা হলাম এমন মানুষ

নিজকে অকাজে ‘বিজি’ করি

উল্টাপাল্টা যতই ঘটুক

বসের সামনে ‘জ্বি জ্বি’ করি

যে লোক আমার অবাধ্য নয়

তাকেই আমরা ‘ডিজি’ করি।

আমরা হলাম এমন জাতি

আজকে ধরলে কালকে ছাড়ি

স্বার্থ দেখেই উঠবো বসবো

স্বার্থ দেখেই সাগর পাড়ি।

বিবেকরুচির ধার ধারি না

নিজের পায়েই কুড়াল মারি।

পূর্ববর্তী নিবন্ধএকে সিদ্দিকী বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব
পরবর্তী নিবন্ধধুঁই পিঠা কথা