বিরোধিতা
কুঁকড়ে আছে অনেক মানুষ
সংকোচে সংশয়–
স্থিরতা নেই, দৃঢ়তা নেই
‘কী হয় – কী হয়’!
যাকে ভালো মর্যাদা দেন
বানান নিজে গান
এক নিমিষে তাকে করেন
চরম অপমান।
কে আমাদের শত্রু আবার
কে আমাদের মিতা
সুযোগ পেলেই ল্যাং মারবেন
চালান বিরোধিতা।
| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ