জনগণ বোকা নয়
কেউ ভাবে ভোট নিয়ে
কেউ ভাবে জোট নিয়ে
কেউ কেউ ভাবে বসে
কড়কড়ে নোট নিয়ে।
কারা থাকে নিরিবিলি
কারা থাকে আদরে
কারা থাকে – কারা ছিল
ক্ষমতার পা ধরে?
কারা পায় আদালতে
মৃত্যুর দণ্ড
কারা চায় ভালোবাসা
হয়ে যাক পণ্ড?
জনগণ সব জানে
ওরা ততো বোকা নয়
মারপ্যাঁচ সব বোঝে
না বোঝার খোকা নয়।