কাছের মানুষ, দূরের মানুষ
সূক্ষ্ম বিরোধ দুঃখ বাড়ায়
মেজাজ করে রুক্ষ
মুখ্যরা তাই গৌণ হবেন
গৌণরা হন মুখ্য।
দূরের হলেও কাছের যাঁরা
আছেন বন্ধু লিস্টে
কী অমায়িক মানুষ তাঁরা
আচারে বা শিষ্টে।
কিন্তু অনেক কাছের মানুষ
বুঝেও ভালো–মন্দ
একটু এদিক ওদিক হলেই
ছড়াবে দুর্গন্ধ।