রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আসল মানুষ

মুখে বলবেন এক কথা আর

কাজ করবেন ভিন্ন

তাঁরা সমাজের পূজনীয় নয়

তাঁরা সকলের ঘৃণ্য।

 

উপরে উপরে সমপ্রীতি আর

আলাদা চিত্র ভিতরের

বেশভূষা থাকে ভদ্রলোকের

কাজ দেখি সব ইতরের।

 

কে হবে সবার আদর্শ আর

কে হবে ত্যাজ্যবোঝা দায়

এতো মুখোশের ভিড়ের মধ্যে

আসল মানুষ খোঁজা যায়?

পূর্ববর্তী নিবন্ধআরবি ভাষা আল্লাহর ওহির জ্ঞান নির্ভুলভাবে অর্জন করার চাবিকাঠি
পরবর্তী নিবন্ধমায়াদেবীর মায়ায়, বোধিবৃক্ষের ছায়ায়