রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ শান্তি চাই নয় কোনো উস্কানি নয় কোনো হামলা আর নয় মারামারি আর নয় মামলা। আর নয় বাড়াবাড়ি সংঘাত হানাহানি বোঝাপড়া হোক তবে হোক তবে মানামানি। জনগণ করজোড়ে হিংসার শেষ চায় ঝগড়া–বিবাদহীন শান্তির দেশ চায়।