রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঠিক থাকুক দেশ

কেউ বা অবাক, কেউ বা সবাক

কেউ বা উৎফুল্ল

সবাই জানে সবাই বোঝে

বাস্তবতার মূল্য।

ওলোট পালোট যতই ঘটুক

কাণ্ড ঘটুক মস্ত,

পুব দিকে ঠিক সূর্য ওঠে

পশ্চিমে যায় অস্ত।

মিত্র হঠাৎ শত্রু বনে,

শত্রুরা হয় মিত্র,

তবুও যেন ঠিক থাকে এই

দেশেরই চালচিত্র।

পূর্ববর্তী নিবন্ধশফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত
পরবর্তী নিবন্ধসেহি্‌ঝল ইরহাম শেহরাজের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে