রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

চারদিকে আঁধার

অস্থিরতায় রাত আর দিন

তার মাঝে এলো বন্যা

চারদিকে কালো আঁধার নেমেছে

বিলাপে পুত্র কন্যা।

ব্যবসা মন্দ আয়ও বন্ধ

চোখ দুটি আলো হাতড়ায়

অকূলের জলে সাঁতরায় আর

দুশ্চিন্তায় কাতরায়।

দিন যত যায় ঋণ বাড়ে শুধু

যত করে দেশে পুণ্য

নেই কলরব নিঃস্ব নীরব

হাতদুটি আজ শূন্য।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী সরকারের আমলে সারা দেশ ছিল একটা কারাগার
পরবর্তী নিবন্ধমানুষকে ব্যথা দিয়ে যে সুখ তা অসুখে ভরা