তোমরাই পাবে সব অধিকার
তোমরা চলছো তোমরা বলছো
তোমরা দেখছো বাছারা
তোমাদের নিয়ে উদ্বেগে আছে
তোমাদের বাবা–চাচারা।
মায়েদের চোখে অশ্রু ঝরছে
সকলে রয়েছে তাকিয়ে
কেউ কেউ আছে সোজা রাস্তায়
কেউ আছে ঘাড় বাঁকিয়ে।
কারো ইন্ধনে তোমরা চলো না
বিপদে ওদের পাবে না
সব অধিকার তোমরাই পাবে
পানি ঘোলা করা যাবে না।