রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২২ জুলাই, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

তোমরাই পাবে সব অধিকার

তোমরা চলছো তোমরা বলছো

তোমরা দেখছো বাছারা

তোমাদের নিয়ে উদ্বেগে আছে

তোমাদের বাবাচাচারা।

মায়েদের চোখে অশ্রু ঝরছে

সকলে রয়েছে তাকিয়ে

কেউ কেউ আছে সোজা রাস্তায়

কেউ আছে ঘাড় বাঁকিয়ে।

কারো ইন্ধনে তোমরা চলো না

বিপদে ওদের পাবে না

সব অধিকার তোমরাই পাবে

পানি ঘোলা করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধলালনের গানের অসাধারণ কাব্যগুণ ও বিচিত্র শব্দসম্ভার
পরবর্তী নিবন্ধইকবাল করিম হাসনুর কলকাতা ছুঁয়ে