রাশেদ রউফ – এর অন্ত্যমিল | সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ উদ্বেগে আর উৎকণ্ঠায় কোথায় চলে যুদ্ধ বিবাদ কোথায় চলে তর্ক রে কে এখানে আপস করে কে ওখানে দর করে। বুঝতে কারো হয় না কষ্ট উড়ছে টাকা কড়কড়ে বুঝতে পারি কার বাড়িতে কে শান্তির ঘর করে। আমরা জানি অস্থিরতায় অসুর–শক্তি ভর করে উদ্বেগে আর উৎকণ্ঠায় তাই কখনো ডর করে।