ছন্দরা সব উড়ে
গেছে দূরে
একে ধরা হবে ওকে নয়, তাই
মনে হতে পারে অভিনয়–
পদে পদে পদ রচনা করছে
যদিও বা কেউ কবি নয়।
দূরে বসে কেউ কলকাঠি নাড়ে
অথবা রয়েছে অন্দরে–
মন–দেহ জুড়ে সন্দেহ বাড়ে
নাকে ছুটে আসে গন্ধরে।
ছন্দরা সব উড়ে গেছে দূরে
দ্বন্দ্বরা হাঁটে সমানেই
মঙ্গল যত জঙ্গল গৃহে
হাতে কিছু আর জমা নেই।
অসুরের চাপে সুর কেটে গেছে
বুকে বাজে দুখ, গান তো না–
তবু জনগণ কাজে দেয় মন
সেটাই দেশের সান্ত্বনা।