রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

কষ্ট দুখের আরেকটি নাম

তোমার সঙ্গে থাকবে না কেউ

রাখবে না কেউ সখ্য

তোমার কী করে স্বপ্ন থাকবে

থাকবে কী করে লক্ষ্য।

তুমি তো থাকবে মমতাবিহীন

শুকোতে থাকবে চিত্ত

কষ্ট দুখের আরেকটি নাম

নিম্ন মধ্যবিত্ত।

হাজার টাকায় তুষ্ট থাকবে

লক্ষ টাকার নিচে

তোমার সঙ্গে দুঃখ কষ্ট

লেগে থাকে পিছে পিছে।

উপোসে থাকবে দিনরাত্তির

জ্বলবে খিদেয় পিত্ত

মুখ বন্ধ, কারণ তুমি

নিম্ন মধ্যবিত্ত।

ঝড়ের থাবাও করের থাবাও

সয়ে যেতে হবে নিত্য

সকল গজব তোমার ওপর

নিম্ন মধ্যবিত্ত।

পূর্ববর্তী নিবন্ধতৈরি পোশাকশিল্প শ্রমিক ও সন্তানদের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধডিপ ফোকাস : সত্যজিৎ রায় সংখ্যা