অকল্পনীয়
বাবারে বাবা বাবারে বাবা
তার কথা তো যায় না ভাবা,
রাতকে বানায় দিন কখনো
চালাককে ঠিক সাজায় হাবা,
বাবারে বাবা বাবারে বাবা।
বাবারে বাবা বাবারে বাবা
কীভাবে খেলে এমন দাবা
ভেতরে ঢোকায় মন্দ স্বভাব
সুযোগে বসায় হিংস্র থাবা।
বাবারে বাবা বাবারে বাবা।
বাবারে বাবা বাবারে বাবা
বেশভূষাতে হুজুর হলেও
স্মরণে থাকে না মক্কা–কাবা,
বাবারে বাবা বাবারে বাবা।