দুঃখ
মুখে এক কথা কাজের বেলায়
দেখছি ভিন্ন চিত্র
ভেতরে ভেতরে শত্রুতা আর
বাইরে বাইরে মিত্র।
হাতে ঘড়ি কারো, হাতে ছড়ি কারো
কারো হাতেখড়ি শূন্যে
ওদের ভেতরে বড় হয় কেউ
ভরে ওঠে থলে পুণ্যে।
দুঃখটা হয়, যখন দেখছি
মন্দরা করে নৃত্য
যখন দেখছি চলছে এখানে
সমানে বৈপরীত্য।