চেয়ার
চেয়ারের লোক নেই কোনো শোক
চলেন হাসিয়া হাসিয়া
স্খলন হলেও দলনে রাখেন
সবাইকে ভালোবাসিয়া!
তিনি চলছেন তাঁর মতো করে
সায় আছে মহা কর্তার
ঠকলেও চুপ বকলেও চুপ
সমস্যা গড়পড়তার।
তোয়াক্কা নেই কোনো কিছুরই
তাঁর হুকুমেই কর্ম
তাঁর ইচ্ছায় বদলায় সব
বদলায় কারো ধর্ম।
চেয়ারের লোক নেই কোনো শোক
চলেন হাসিয়া হাসিয়া
তেমন মানুষও কথার কারণে
সময়ে যাবেন ফাঁসিয়া!