রাশেদ রউফ এর অন্ত্যমিল

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

কষ্ট

কোথাও আছে পানির কষ্ট

ভেংচি কাটে এবিদ্যুৎ

কর্তারা কেউ ঘুমিয়ে থাকেন

কেউ বা খেলেন চি কুত্‌ কুত্‌।

খেলার সঙ্গে মেতে থাকেন

নেই চিন্তার লেশটাও

তাই থাকে না সমাধানের

বিন্দুমাত্র চেষ্টাও।

বিদ্যুৎ আর পানির কষ্টে

ঠিক থাকে না সুরগতি,

মানুষ আছে বাঁচামরায়

কাটছে না হায় দুর্গতি।

পূর্ববর্তী নিবন্ধব্রিকস: বিশ্ব অর্থনীতির নতুন মেরুকরণ
পরবর্তী নিবন্ধগোয়িং হোম সামাজিক অস্থিরতার চিত্র