সংঘাত নয়
হানাহানি নয়, সংঘাত নয়
সংকট নয় আর
সংলাপে যেন সমাধান পাই
আলাপ চমৎকার।
দু’দল বসুক সংলাপে তাই
আলোচনা হোক মুখ্য–
নেতারা হবেন দরদী মনের
হবেন না কেউ রুক্ষ।
হয়তো দেবেন কিছু কিছু ছাড়
দেশ ও জাতির স্বার্থে
দুর্দশা আর দুর্ভাবনাকে
দেবেন কি কেউ বাড়তে?
দু’দলের দিকে তাকিয়ে রয়েছে
বাংলার মানচিত্র–
দূরের মানুষ নিকটে আসুক
শত্রুরা হোক মিত্র।