অর্থ ছাড়া জীবন যেন
কোথায় নীতি–নৈতিকতা
চলছে শুধু গায়ের জোর
সব ধরনের কর্মকাণ্ডে
সামনে আসে আয়ের জোর।
পদ–পদবি টাকায় মেলে
চাকায় মেলে বিত্ত–যশ
অর্থবৈভব না থাকলে
যায় হারিয়ে চিত্ত–যশ।
অর্থ ছাড়া জীবন যেন
মরা নদী– অর্থহীন
অর্থ পেলেই জীবনটা হয়
মসৃণ এবং গর্তহীন।
তাই অনেকে সকাল বিকাল
প্রণাম করে অর্থকে
বাধ্য হয়ে ধারণ করে
সকল রকম শর্তকে।