রাশেদ রউফ – এর অন্ত্যমিল | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ বেয়াদবি কম্পিটিশন। কেউ বসে নেই। চলছে সবাই ছুটে। ছুটছে ছুটুক। কিন্তু চোখের পর্দা গেছে উঠে। কে বড় আর কে যে ছোটো নেই তো মানামানি সবাই যেন রাজা এখন সবাই যেন রানি। অস্থিরতায় স্বস্তি হারায় দেখছি করুণ ছবি মান কমছে, ভাণ বাড়ছে বাড়ছে বেয়াদবি।