রাশেদুল হক টিপু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাশেদুল হক টিপু (৮৩) গতকাল শুক্রবার সকাল ৬টা ৪১ মিনিটে নগরীর নাসিরাবাদস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি ইউনিয়নের সিকদার পাড়ার মৃত একরামুল হকের পুত্র ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক সিনিয়র কর্মকর্তা ছিলেন। গতকাল আছরের নামাজের পর চুনতি সীরত ময়দানে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাশেদুল হক টিপুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান
পরবর্তী নিবন্ধমুহাম্মদ নুরুল আমিন