পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুত্তে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে এই জোটের কোনও দেশে হামলা চালাতে পারে। জার্মানিতে দেওয়া এক বক্তব্যে রুত্তে বলেন, রাশিয়া এরই মধ্যে আমাদের (নেটো) সমাজে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে। আমাদের পূর্বপূরুষরা যে মাপের যুদ্ধ সহ্য করে এসেছেন, সেই ধরনের যুদ্ধের জন্য আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। খবর বিডিনিউজের।
রুত্তে একথা মধ্য দিয়ে রাশিয়ার অভিপ্রায় নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন সময়ের মূল্যায়নের পুনরাবৃত্তি করেছেন, যা মস্কো বরাবরই ‘উন্মাদনা’ বলে উড়িয়ে দিয়েছে। রুত্তের এই সতর্কবার্তা এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন বন্ধ করার চেষ্টা করছেন। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দেশ ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তবে ইউরোপ যদি যুদ্ধ শুরু করতেই চায় তাহলে রাশিয়া ‘এখনই’ প্রস্তুত আছে। ২০২২ সালে যখন রাশিয়ার প্রায় দুই লাখ সেনা সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছিল, তার আগেও পুতিন একই সুরে কথা বলেছিলেন।












