রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। গম নিয়ে আসা এমভি পার্থি জাহাজটি কুতুবদিয়ায় বহির্নোঙরে অবস্থান নিয়েছে। গত ৭ জুলাই করা নগদ ক্রয়চুক্তির আওতায় রাশিয়া থেকে এসব গম ক্রয় করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির বিক্রির তালিকায় যোগ হচ্ছে চা, লবণসহ আরও ৫ পণ্য
পরবর্তী নিবন্ধবেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ