রাশিয়া-চীন-কিউবা-ইরানের উপদেষ্টাদের বহিস্কার করতে চায় ওয়াশিংটন

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের চাপ

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকারকে দেশটিতে অবস্থানরত রাশিয়া, চীন, ইরান ও কিউবার সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের বহিষ্কার করার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। পত্রিকাটি জানায়, সোমবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেসের কাছে ওয়াশিংটনের দাবিগুলো কী কী তা স্পষ্ট করে তুলে ধরেছেন।

কয়েকটি সূত্রের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলা থেকে ওই চার দেশের গোয়েন্দা এবং সামরিক কর্মকর্তাদেরকে বের করে দেওয়া হোক। তবে কিছু কূটনীতিককে দেশটিতে থাকার অনুমতি দেওয়া হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে স্পষ্ট করে বলেছিলেন যে, ভেনেজুয়েলা আর কখনওই যুক্তরাষ্ট্রের শত্রুদের জন্য কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারবে না। খবর বিডিনিউজের।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চাইছে এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার তা আরও স্পষ্ট হচ্ছে। গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই ওয়াশিংটন দেশটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছে। মাদুরো আটকের পর ডেলসি রদ্রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন এবং ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

ভেনেজুয়েলার তেলের বিষয়েও যুক্তরাষ্ট্রের দাবি রদ্রিগেসের কাছে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বাণিজ্য শুরু করতে হবে ভেনেজুয়েলাকে। সেক্ষেত্রে মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় ঢুকতে দিতে হবে। সেজন্য ভেনেজুয়েলাকে জ্বালানি তেলের ক্ষেত্রে নিজেদের জাতীয়করণ নীতি বদলাতে হতে পারে, বা শিথিলও করতে হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে স্যার সম্বোধন করে একটু দেখা করতে চেয়েছিলেন মোদি
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ড নিতে সামরিকসহ নানা বিকল্প নিয়ে কথা চলছে