রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আহ্বান ফিফার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

আসছে কাতার বিশ্বকাপের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এখান থেকে একটি স্থায়ী সমাধানও খুঁজে বের করার সম্ভব হবে বলে মনে করছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর আক্রমণ শুরু করে রাশিয়া। যুদ্ধ থামানো বা বন্ধের জন্য প্রতিনিয়ত চলছে নানা প্রচেষ্টা।
প্রেক্ষাপটটা পুরোপুরি
রাজনৈতিক হলেও আসছে বিশ্বকাপকে যুদ্ধবিরতির উপলক্ষ হিসেবে দেখতে চান ইনফান্তিনো। ‘আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের এবং সারা বিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিচ্ছে। এবারের বিশ্বকাপে নেই রাশিয়া ও ইউক্রেন। প্রতিবেশী দেশের ওপর হামলার কারণে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। আর বাছাইয়ের প্লে-অফে ওয়েলসের কাছে হেরে বিদায় নেয় ইউক্রেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ মামলায় ব্যবসায়ী দম্পতির ৫ মাসের সাজা
পরবর্তী নিবন্ধফেভারিট তকমা থাকলেও সতর্ক মেসি