রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

বিমানে ছিল ২০ জন প্যারাসুট জাম্পারের একটি দল

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৪৬ পূর্বাহ্ণ

রাশিয়ার তাতারস্তান অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মেনজেলিনস্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২০ জন প্যারাসুট জাম্পারের একটি দল ও দুজন ক্রু ছিলেন। আহত ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
স্বল্প দূরত্বে পরিবহনে সক্ষম দুই ইঞ্জিনবিশিষ্ট যে লেট এল-৪০০ টার্বুলেট বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি মেনজেলিনস্কের একটি এরোক্লাবের। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সম্ভবত একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়েছিল বলে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক কেলেঙ্কারি অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের পরমাণু বোমার জনকের মৃত্যু