রাশিয়ার তাতারস্তান অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মেনজেলিনস্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২০ জন প্যারাসুট জাম্পারের একটি দল ও দুজন ক্রু ছিলেন। আহত ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
স্বল্প দূরত্বে পরিবহনে সক্ষম দুই ইঞ্জিনবিশিষ্ট যে লেট এল-৪০০ টার্বুলেট বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি মেনজেলিনস্কের একটি এরোক্লাবের। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সম্ভবত একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়েছিল বলে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।