রাশিয়ার কোসত্রোমা নগরীতে একটি নাইটক্লাবে আগুনে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভলগা নদীর পাড়ে অবস্থিত নগরীটিতে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষ বসবাস করে। শুক্রবার মধ্যরাতের পর পলিগন নামে ওই নাইটক্লাবে আগুন লাগে। যেটি একইসঙ্গে ক্যাফে এবং বার হিসেবে ব্যবহৃত হতো। খবর বিডিনিউজের।
জুডিশিয়াল ইনভেস্টিগেটিং কমিটি থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয়েছে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর। তদন্তকারীরা ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
সেখানে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপকবাহিনীর কর্মীরা একটি ভবনের ধসে পড়া ছাদের উপর পানি ছিটাচ্ছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ভবনের ভেতর এক ব্যক্তি ফ্লেয়ার গান দিয়ে গুলি ছুড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ বিষয়ে অপরাধ তদন্ত শুরু হয়েছে।