রাশিয়ার ৩ প্রদেশে বিস্ফোরণের শব্দ

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৪১ পূর্বাহ্ণ

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার তিনটি প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং প্রায় একই সময় বেলগ্রোদ প্রদেশে একটি গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বুধবার দিন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

বেলগ্রোদ প্রদেশের গর্ভনর বিচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এই পোস্ট লেখার সময় তিনি আরও তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানিয়েছেন।

পরে তিনি জানান, স্তারায়া নেলিদোভকা গ্রামের কাছে একটি গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছিল, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বেসামরিক কেউ আহত হননি। বেলগ্রোদের একটি জ্বালানি ডিপোতে ইউক্রেনীয় দুটি হেলিকপ্টার হামলা চালিয়েছে এবং প্রদেশটির কয়েকটি গ্রামে গুলিবর্ষণ করেছে বলে চলতি মাসে অভিযোগ করেছিল রাশিয়া।

বেলগ্রোদ প্রদেশটি ইউক্রেনের লুহানস্ক, সুমাই ও খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী। দুই মাস আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটির ওই তিনটি অঞ্চলে তীব্র লড়াই চলছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু
পরবর্তী নিবন্ধবুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া