ইউক্রেন রাশিয়ার সঙ্গে ফের শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। গত মাস থেকে থমকে থাকা আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে নতুন রাউন্ড বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তার উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রুস্তম উমেরভ রুশদেরকে আগামী সপ্তাহে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতি অর্জনে প্রয়োজনীয় সব কিছুই করতে হবে, ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথাও বলেছেন বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
জেলেনস্কি এদিনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। টেকসই শান্তি নিশ্চিতে শীর্ষ পর্যায়ের বৈঠক জরুরি, বলেছেন তিনি। আকাশপথে ইউক্রেনজুড়ে রাশিয়ার আরেক দফা ব্যাপক হামলার কয়েক ঘণ্টা পরই আলোচনায় বসতে কিইভের এ প্রস্তাব এলো।