রাশিয়ার মূল হুমকি যুক্তরাষ্ট্র : পুতিন

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১২:০৭ অপরাহ্ণ

যে কোনো সম্ভাব্য আক্রমণকারীকে পরাজিত করার মতো সামরিক শক্তি রাশিয়ার আছে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার নৌবাহিনীর গৃহীত এক নতুন নীতিতে যুক্তরাষ্ট্রকে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী বলে নির্ধারণ করা হয়েছে। রোববার দেশটির নৌ-দিবসে নৌবাহিনীর গৃহীত এ নতুন নীতিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন।

রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের প্রতিষ্ঠিত সাবেক রুশ সাম্রাজ্যের রাজধানী সেইন্ট পিটার্সবার্গে দেশটির নৌ-দিবসের ভাষণে পুতিন রাশিয়াকে একটি শক্তিশালী নৌ শক্তিতে পরিণত করায় ও বিশ্বে রুশ রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করায় পিটারের প্রশংসা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে পুতিন জানান, রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র অনন্য এবং যে কোনো সম্ভাব্য আক্রমণকারীকে পরাজিত করার মতো সামরিক শক্তি রাশিয়ার আছে। খবর বিডিনিউজের।

এই বক্তব্যের আগে তিনি নৌবাহিনীর ৫৫ পাতার নৌ নীতিতে স্বাক্ষর করেন। এ নীতিতে রাশিয়ার নৌবাহিনীর বিস্তৃত কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাতে রাশিয়াকে বিশ্বব্যাপী বিস্তৃত একটি আসামান্য সামরিক শক্তিতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই নীতিতে রাশিয়ার প্রধান হুমকি হিসেবে বিশ্বের মহাসাগরগুলোতে প্রভাব বিস্তার করার যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতি ও রাশিয়ার সীমান্তের কাছে নেটো সামরিক জোটের তৎপরতার কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, যদি কূটনীতিক ও অর্থনৈতিক উপায়গুলো অকার্যকর হয়ে পড়ে তাহলে ওই পরিস্থিতিতে রাশিয়া মহাসাগরগুলোতে তাদের সামরিক শক্তি ব্যবহার করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ৮
পরবর্তী নিবন্ধমাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু