রাশিয়ার বিরুদ্ধে জয়ের প্রতিজ্ঞা জেলেনস্কির

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়ার প্রতিজ্ঞা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার রাশিয়াইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিজ্ঞা করেন। জেলেনস্কি বলেন, ‘আমরা পরাজিত হইনি, সহ্য করে যাচ্ছি। আর এই বছরের মধ্যে যুদ্ধে জয় পেতে আমরা যেকোনো কিছু করব। খবর বাংলানিউজের।

ইউক্রেন বিশ্বকে অনুপ্রাণিত করেছে। ইউক্রেন বিশ্বকে একত্রিত করেছে। রাশিয়ান খুনিদের প্রাপ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কখনই বিশ্রাম নেব না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিতে কিয়েভ সফর করেন। তার গোপন এই সফরটি বিশ্বকে অবাক করে দিয়েছিল।

যুদ্ধের বর্ষপূর্তিতে এক টুইট বার্তায় তিনি বলেন, এক বছর পরেও কিয়েভ দাঁড়িয়ে আছে, ইউক্রেন দাঁড়িয়ে আছে। টুইটারে বাইডেন বলেন, ‘গণতন্ত্র দাঁড়িয়ে আছে। আমেরিকাএবং বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তানের যে অনলাইন প্রেমের গল্প শেষ হলো কারাগারে
পরবর্তী নিবন্ধশক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া