রাশিয়ার নির্বাচনে জয়ের পথে পুতিনপন্থি দল

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সমালোচক আলেক্সি নাভালনির আন্দোলনকে গুড়িয়ে দেওয়া ও প্রতিপক্ষকে নির্বাচনে নিষিদ্ধ করার পর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলই জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজের। তিন দিনব্যাপী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোট রোববার গ্রহণ করা হচ্ছে, রাশিয়ার ইউরোপীয় ছিটমহল কালিনিনগ্রাদের কেন্দ্রগুলো ১৮০০ জিএমটিতে বন্ধ হবে এবং এর মধ্য দিয়ে ভোট শেষ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে জীবনযাত্রার মান নিয়ে অস্থিরতা সত্ত্বেও ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার প্রত্যাশিত জয়কে প্রেসিডেন্ট পুতিনের প্রতি জনসমর্থনের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে ক্রেমলিন।
৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেওয়া এই দলটির জনসমর্থন হ্রাস পেয়েছে বলে রাষ্ট্রায়ত্ত জরিপ সংস্থাগুলো জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅথৈ সমুদ্রে বিস্ময়কর লড়াই
পরবর্তী নিবন্ধযে কারণে ৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল