রাশিয়ার ‘ডাবল এজেন্ট’ জর্জ ব্লেক আর নেই

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৮ পূর্বাহ্ণ

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিঙের সাবেক কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর জর্জ ব্লেক রাশিয়ায় মারা গেছেন। স্নায়ুযুদ্ধের সময় এই গুপ্তচর ‘ডাবল এজেন্ট’ হিসেবে সোভিয়েত ইউনিয়নের পক্ষে গোপনে এমআইসিঙে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। শনিবার দিনগত রাতে তিনি মারা যান উল্লেখ করে বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, স্নায়ুযুদ্ধের সময়কার অন্যতম কুখ্যাত গুপ্তচর জর্জ ব্লেক মস্কোতে মারা গেছেন বলে রুশ মিডিয়ায় খবর বেরিয়েছে।
মি. ব্লেক ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআইসিক্সে কাজ করলেও তিনি রাশিয়ার ডাবল এজেন্ট হয়ে কাজ করতেন। নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। ১৯৬০ সালে লন্ডনে তাকে গ্রেফতার করা হয়। এরপর মি. ব্লেককে কারাগারে পাঠানো হয়। কিন্তু ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন।
১৯৯০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ব্লেক স্বীকার করেছিলেন শীতল যুদ্ধের সময় তিনি অন্তত পাঁচশোর বেশি পশ্চিমা গুপ্তচরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু রাশিয়ার কেজিবির উত্তরাধিকারীরা জর্জ ব্লেককে একজন ‘হিরো’ হিসেবেই দেখতেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে কোভিড প্রণোদনা বিলে সই করার আহ্বান বাইডেনের
পরবর্তী নিবন্ধতুষার ঝড়, বরফ ধসে ইরানে ১০ পর্বতারোহীর মৃত্যু