রাশিয়ার গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস পাইপলাইন বানাতে কাজ করা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নর্ড স্ট্রিম ২ এজি নামের কোম্পানিটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস ওয়ার্নিগের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে তারা। খবর বিডিনিউজের।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ে কংগ্রেসকে দেওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সমালোচকরা বলছেন, রাশিয়ার আর্কটিক থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানিতে গ্যাস পৌঁছানোর পাইপলাইনটি চালু হলে ইউরোপের ওপর রাশিয়ার প্রভাব বাড়বে। পাইপলাইনটির ৯৫ শতাংশের বেশি কাজ শেষ হয়ে গেছে। চলতি বছরের শেষদিকেই এটি চালু হতে পারে বলে প্রত্যাশা জার্মানি-রাশিয়ার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নর্ড স্ট্রিম ২ এজি ও ওয়ার্নিগ নিষেধাজ্ঞা দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থেই কোম্পানিটি ও এর প্রধান নির্বাহীকে ছাড় দেওয়া প্রয়োজন। এক সময় পূর্ব জার্মানিতে গোয়েন্দা হিসেবে কমর্রত ওয়ার্নিগ রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধজুরংয়ের তোলা মঙ্গলের ছবি প্রকাশ করল চীন
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি দু’একদিনের মধ্যেই, ধারণা হামাস নেতার