রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ

আটক ৪১১

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

ইউক্রেনে হামলা ও এর পাল্টায় পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার পরিণতি নিয়ে উদ্বেগের মধ্যে রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। সোমবার দেশটির ১৩টি শহরে এ ধরনের বিক্ষোভ থেকে অন্তত ৪১১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীদের একটি গোষ্ঠী। খবর বিডিনিউজের। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ায় ৬ হাজার ৪৩৫ জনকে আটক করা হয়েছে, বলেছে ওভিডি-ইনফো নামের এই গোষ্ঠীটি। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, রাশিয়ার কৌঁসুলিরা মাঝে মাঝে বিক্ষোভকারীদের কারাদণ্ডও চান, এমন একটি দেশে এ ধরনের বিক্ষোভ দুঃসাহসেরই বহিঃপ্রকাশ। রাশিয়ার কর্তৃপক্ষ পুতিনবিরোধী নেতা আ্যালেঙি নাভালনিকে গ্রেপ্তার করলে গত বছরের শুরুর দিকেও দেশটিতে দিনকয়েক এ ধরনের বিক্ষোভ হয়েছিল। ২০১৭ সালে দুর্নীতির বিরুদ্ধে শতাধিক শহরে হাজার হাজার মানুষের কর্মসূচির পর সেবারই সবচেয়ে বেশি শহর ও অঞ্চলে বিক্ষোভ হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধগোপন বাঙ্কারে পুতিন পরিবার, দাবি রুশ অধ্যাপকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বুধবার ২৮ জনের করোনা শনাক্ত