রাশিয়াকে যুদ্ধের হুমকি ইউক্রেনের প্রেসিডেন্টের

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সমপ্রতি আমেরিকা থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। আর এর পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধের হুমকি দিলেন। শুক্রবার ১০ সেপ্টেম্বর ইয়লটা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইয়েসের সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর বাংলানিউজের।
জেলেনস্কি বলেন, যে কোনো সময় রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, যদি যুদ্ধ না হলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কাই দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইগ নোবেল আজব যত গবেষণা জিতল পুরস্কার
পরবর্তী নিবন্ধসন্দেহভাজন ৫ পরিকল্পনাকারীর বিচার এখনও ‘অনেক দূরে’