রাশিয়াকে থামাতে চায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:১৬ অপরাহ্ণ

২০১৯ সালের পর এই প্রথম আলোচনায় বসতে যাচ্ছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) ও রাশিয়া। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। খবর বাংলানিউজের।
আলোচনায় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রাশকো ও উপ প্রতিরক্ষামন্ত্রী আলেঙান্ডার ফোমিন অংশ নেন। এছাড়া ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তরে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমান উপস্থিত থাকেন। এর আগে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে রাশিয়া।

পূর্ববর্তী নিবন্ধবেতন না পাওয়ায় চাকরি ছাড়লেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনা এখন অগ্নিকুণ্ড