রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মস্কোর

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে রাশিয়া, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মস্কো গেছেন মোদী। খবর বিডিনিউজের।

সেখানে পুতিনের সঙ্গে নৈশভোজে মোদী ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর হয়ে ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত দুইজন ভারতীয় নিহত হন। আরও বহু ভারতীয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আছেন। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে মোদীর সম্মানে পুতিনের দেওয়া নৈশভোজে বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর তাদের বাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয় রাশিয়া।

পূর্ববর্তী নিবন্ধবিশাল হারের পর এবার ঋষি সুনাকের দলের এক্স অ্যাকাউন্টও গায়েব
পরবর্তী নিবন্ধমোদী-পুতিনের বৈঠকে হতাশ জেলেনস্কি